হামাসের নজরদারি চৌকি লক্ষ্য করে টানা সাত রাত বোমা হামলা ইসরাইলি যুদ্ধবিমানের
- আপডেট সময় : ০৯:৩২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের গাজায় হামাসের নজরদারি চৌকিগুলোকে লক্ষ্য করে টানা সাত রাত তীব্র বোমা হামলা চালিয়েছে ইসরাইলি যুদ্ধবিমানগুলো। ফিলিস্তিন সীমান্তে বেলুন বোমা হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরাইল সামরিক বাহিনী।
দেশটির সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গাজা থেকে ইসরাইলের অভ্যন্তরে বিস্ফোরক ভর্তি বেলুন দিয়ে হামলার জবাবে হামাসের ঘাঁটিগুলোতে যুদ্ধবিমান ও অন্যান্য বিমান দিয়ে হামলা চালিয়ে ভূ-উপরিস্থ অবকাঠামো ধ্বংস করা হয়। মঙ্গলবার গাজার দক্ষিণে রাফাহ ও উত্তরে বৌত-লাহিয়ায় হামাসের নজরদারি চৌকিতে অভিযান চালানো হয়। ইসরাইল অভিযোগ করে আসছে, দেশটির অভ্যন্তরে হামাস রকেট লাঞ্চার ও বেলুন বোমা হামলা চালাচ্ছে। এই অভিযোগেই ওই অঞ্চলটিতে এক সপ্তাহের বেশি সময় ধরে উত্তেজনা বিরাজ করছে। এদিকে রোববার ইসরাইলি বাহিনী গাজার মৎস্য কেন্দ্র বন্ধ করে দিয়েছে। ফলে করোনাকালে দুর্বিসহ জীবন-যাপন করছেন সেখানকার অধিবাসীরা।