জাতিসংঘে ইরানের ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছে
- আপডেট সময় : ০৯:৪৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
জাতিসংঘে ইরানের ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেন, নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে প্রস্তাব পাসে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার মধ্য দিয়ে এই বিশাল কূটনৈতিক বিজয় অর্জিত হয়েছে।
সোমবার ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা- আইআরআইবির সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন তিনি। প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, চার বছরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু’বার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অপমানিত হয়েছেন। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানবিরোধী অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের লক্ষ্যে যুক্তরাষ্ট্র যে প্রস্তাব উত্থাপন করেছিল তা পাস হয়নি। প্রস্তাবটির পক্ষে যুক্তরাষ্ট্র ও ডোমিনিকান রিপাবলিক ভোট দেয় এবং চীন ও রাশিয়া বিপক্ষে ভোট দেয়। নিরাপত্তা পরিষদের বাকি ১১ স্থায়ী ও অস্থায়ী দেশ ভোটদানে বিরত থাকে। ইরানের প্রেসিডেন্ট রুহানি জাতিসংঘের ওই ভোটাভুটির কথা উল্লেখ করে বলেন, এটি আমাদের জন্য একটি বিশাল রাজনৈতিক ও ঐতিহাসিক বিজয়।