কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহতের ঘটনায় ওসি প্রদীপসহ ২৮ জনের বিরুদ্ধে আদালতে আরও একটি মামলা
- আপডেট সময় : ১২:২১:৫২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে সাদ্দাম হোসেন নামে এক যুবক নিহতের ঘটনায় ওসি প্রদীপসহ ২৮ জনের বিরুদ্ধে আদালতে আরও একটি মামলা করেছে ভুক্তভোগী এক পরিবার। এই মামলায় ২৭জন পুলিশসদস্য এবং একজন গ্রাম পুলিশকে অভিযুক্ত করা হয়েছে।
কক্সবাজার জৈষ্ঠ্য বিচারিক হাকিম মোঃ হেলাল উদ্দিনের আদালতে মামলাটি দায়ের করা হয়। বিচারক অভিযোগ আমলে নিয়ে মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। বাদী পক্ষের আইনজীবী জানান, গত ৫ জুলাই টেকনাফ উপজেলার নীলা মৌলভী পাড়া এলাকার সুলতান আহমদের পুত্র সাদ্দাম হোসেনকে পুলিশ ধরে নিয়ে যায়। এরপর নানা ভাবে হুমকি দিয়ে সাদ্দামের পরিবারের কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা আদায় করে পুলিশ। এরপর তাদের চাহিদা মত টাকা দিতেনা পারায় গত ৭ জুলাই পুলিশের সাথে কথিত ‘বন্দুকযুদ্ধের ঘটনা দেখিয়ে তাকে হত্যা করা হয়।
এদিকে, মেজর (অব) সিনহার সহযোগি স্ট্যামফোডবিশ্ববিদ্যায়ের শিক্ষার্থী শিপ্রা দেবনাথ বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে মামলা করতে মঙ্গলবার রাতে কক্সবাজার সদর মডেল থানায় এজাহার নিয়ে গেলেও মামলাটি গ্রহন করেনি পুলিশ।