ভ্যাকসিন এবং করোনা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ভারতের পররাষ্ট্র সচিব এসেছেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২১:০০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
ভ্যাকসিন এবং করোনা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ভারতের পররাষ্ট্র সচিব এসেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
সকালে সিলেট জেলাপ্রশাসকের কার্যলয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ থেকে এমনিতেই করোনা চলে যাবে । তবে করোনা সংকটে কয়েকদিন কর্মকান্ড স্থবির থাকলেও পরে তা স্বাভাবিক হতে শুরু করেছে। এ সময় মন্ত্রী আরো বলেন, ভারত বাংলাদেশের সব সময়ের বন্ধু । তাদের সাথে সম্প্রীতি বজায় রেখে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি দু’দেশের সামগ্রিক উন্নয়নের বিষয়টি বিবেচনা রাখা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক সহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা ।