কুড়িগ্রামে বিএনপি’র ত্রাণ বিতরণকে কেন্দ্র করে জেলা বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ
- আপডেট সময় : ০৮:৪১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে বিএনপি’র ত্রাণ বিতরণকে কেন্দ্র করে জেলা বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদকসহ ১০ জন আহত হয়েছে।
বিকেলে সদর উপজেলার ভেলাকোপা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যার্তদের মাঝে কেন্দ্রীয় বিএনপি’র ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিএনপি’র ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এ সময় আসনে বসা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা গ্রুপের সাথে যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদের গ্রুপের কথা কাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে। সংঘর্ষে দুই গ্রুপের আহতরা কুড়িগ্রাম জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে। সদর থানার ওসি মাহফুজার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।