গ্রীণ ওয়েল তৈরির কালো ধোঁয়ায় বিভিন্ন রোগে আক্রান্ত কয়েক হাজার পরিবার
- আপডেট সময় : ০৩:২৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০
- / ১৫২০ বার পড়া হয়েছে
নোয়াখালীর এক কারখানার টায়ার পোড়ানো বিষাক্ত কালো ধোঁয়ায় গত ছয় বছর ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে কয়েক হাজার পরিবার। স্থানীয় পত্রিকায় সংবাদ, নাগরিক সমাজের মানববন্ধন এবং প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেনা এলাকাবাসী।
২০১৪ সালে এলাকাবাসীর প্রতিবাদ উপেক্ষা করে নোয়াখালী সদর উপজেলার চর দরবেশ গ্রামে গ্রীণ ওয়েল তৈরির কারখানা করেন, স্থানীয় মোরশেদ আলম। পরিত্যক্ত টায়ার পুড়িয়ে এক ধরনের তৈল বের করা হয়। শতভাগ পরিবেশ বান্ধব ও সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের কথা থাকলেও, তার ছিঁটেফোটাও দেখা যায়না। টায়ার পোড়ানোর সময় বাতাসে ছড়িয়ে পড়ে বিষাক্ত কালো ধোঁয়া ও অসহনীয় তীব্র গন্ধ। এলাকার নারী, শিশু ও বয়স্কদের দিনদিন বেড়েই চলছে শ্বাসকষ্টসহ নানা ধরনের চর্মরোগ।
বর্তমান পরিস্থিতি দেখে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানান, এই কর্মকর্তা।
এ ব্যাপারে গ্রীণ ওয়েল ফ্যাক্টরির মালিকের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।