দলের সুসময়ে ষড়যন্ত্রকারীরা যেন অনুপ্রবেশ করতে না পারে :ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৩১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
দলের সুসময়ে যেন কোন ষড়যন্ত্রকারী অনুপ্রবেশ করতে না পারে সেদিকে সজাগ থাকতে নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় শোক দিবস উপলক্ষে যুব মহিলা লীগের আলোচনায় তিনি বলেন, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সরকার ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জিরো টলারেন্স নীতিতে অটল।
জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে আলোচনা সভার আয়োজন করে যুব মহিলা লীগ। বৃহস্পতিবার এ আলোচনায় নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, পাপিয়ার মতো আর কেউ অনুপ্রবেশ করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী, ১৫ ও ২১ আগস্টের ঘাতকরা এখনো দেশে বিদেশে ষড়যন্ত্র করে যাচ্ছে।
করোনা সংকটে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ধৈর্য্য ও মনোবল নিয়ে জীবনযাপনের আহ্বান জানান ওবায়দুল কাদের।