একুশে আগষ্ট গ্রেনেড হামলায় খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান জড়িত
- আপডেট সময় : ০২:১৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পঁচাত্তরের পনেরই আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার সাথে জড়িত ছিল জিয়াউর রহমান এবং ২০০৪ সালের একুশে আগস্ট গ্রেনেড হামলার সাথে জড়িত ছিল খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান। এজন্য হামলার সব আলামত নষ্ট করেছিলো। যারা খুনের সংস্কৃতির প্রচলন করেছিল তারা নিজেদের কৃতকর্মের কুফল ভোগ করছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সকালে, একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব বলেন প্রধানমন্ত্রী। এসময়, দেশের মানুষের সেবায় জীবন উৎসর্গ করার প্রতিশ্রুতিও দেন শেখ হাসিনা।
২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের শ্রদ্ধা জানাতে শুক্রবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী বেদীতে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা।
পরে দলটির সহযোগী সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানান কেন্দ্রীয় ১৪ দলের নেতারা।পরে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালী যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অভিযোগ করেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার সাথে তারেক রহমান ও খালেদা জিয়া জড়িত । পঁচাত্তরে জাতির পিতাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে দেশে যে অপ-রাজনীতি চর্চার শুরু হয়েছিল, তার ধারাবহিকতাই একুশে আগস্টের গ্রেনেড হামলা।
তিনি বলেন, বিএনপি বরাবরাই হত্যা রাজনীতির সাথে জড়িত। তার কুফল বাংলাদেশ দীর্ঘদীন ধরে ভোগ করেছে। শেখ হাসিনা বলেন, কোন অপশক্তিই দেশের অগ্রযাত্রাকে থামাতে পারবে না। দেশের জনগণের সেবায় আজীবন কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। করোনা প্রাদুর্ভাব রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।