একুশে আগস্টের গ্রেনেড হামলায় রাষ্ট্রযন্ত্রকে পরিকল্পিতভাবে ব্যবহার করা হয়েছেঃ ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
একুশে আগস্টের গ্রেনেড হামলা রাষ্ট্রযন্ত্রকে পরিকল্পিতভাবে ব্যবহার করে চালানো হয়েছিলো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, যা ছিলো ১৫ই আগস্টের হত্যাকাণ্ডেরই ধারাবাহিকতা।
সকালে রাজশাহী জোন, বিআরটিএ ও বিআরটিসি’র কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় যুক্ত হন। করোনা ভাইরাস শিগগিরই চলে যাবে বা চলে যাচ্ছে– এমন মনে করার কোন যৌক্তিক কারণ নেই উল্লেখ করে ওবায়দুল কাদের আরো বলেন, স্বাস্থ্যবিধির প্রতি অবহেলা প্রদর্শন বিপর্যয়ের ঝুঁকি বাড়াতে পারে। তিনি বলেন, জীবিকার প্রয়োজনে ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে।