২১ আগস্টের গ্রেনেড হামলা আওয়ামী লীগেরই পরিকল্পিত চক্রান্ত: রুহুল কবির রিজভী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৭:১৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
২১ আগস্টের গ্রেনেড হামলা- আওয়ামী লীগেরই পরিকল্পিত চক্রান্ত বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা– খালেদা জিয়া ও তারেক রহমানের টার্গেটে ছিলেন বলে শুক্রবার প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা তৎকালীন বিএনপি সরকারের ভাবমূর্তি নষ্ট করতে আওয়ামী লীগেরই পরিকল্পিত চক্রান্ত। এর সাথে তাদের প্রভুরাও জড়িত। একুশে আগষ্টের ঘটনাকে সরকার এখন অন্যদিকে নিয়ে মূল অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছেন বলেও দাবি করেন বিএনপির এই নেতা।