পাকিস্তানের দোসরদের বুদ্ধিবৃত্তিক অপচেষ্টা ছিল বঙ্গবন্ধুর জনপ্রিয়তাকে মুছে দিতে
- আপডেট সময় : ১২:০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাকিস্তানের দোসরদের বুদ্ধিবৃত্তিক অপচেষ্টা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তাকে মুছে দিতে। সেটা না পেরেই তারা বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র বাস্তবায়ন করে। এবং জিয়াউর রহমান যে এতে সরাসরি যুক্ত ছিল তা আজ প্রমানীত সত্য।
মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি আয়োজন করে এ আলোচনা সভার। গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এতে যোগ দিয়ে এ কথা বলেন বঙ্গবন্ধুকন্যা। প্রধানমন্ত্রী বলেন, যিনি স্বাধীনতা, মুক্তি, জাতি হিসেবে আত্মমর্যাদা এনে দিলেন তাকে হত্যা করা হল এদেশের মাটিতে। এটি জাতির জন্য চির দুর্ভাগ্য। এই হত্যাকান্ড কোন সাধারণ হত্যাকান্ড নয়, ঘাতকদের লক্ষ্য ছিল স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধংস করা। যারা মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয় ও জন্মকে মেনে নিতে পারেনি তারাই এদেশীয় দোসরদের সাথে মিলে এই নৃশংসতম হত্যাকান্ড ঘটিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।