বাবার আদর্শ অনুসরণ করে মানুষের সেবা করতে চান মিতুল
- আপডেট সময় : ০২:৩৮:১৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
বাবার আদর্শ অনুসরণ করেই মানুষের সেবা করতে চান রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য এমপি জিল্লুল হামিকের ছেলে আশিক মাহমুদ মিতুল। এরই মধ্যে মানব সেবার দৃষ্টান্ত রেখেছন তিনি। করোনা কালে নানাভাবে সাহায্য করেছেন পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি অসহায় মানুষদের। আস্থা অর্জন করায় ভবিষ্যতে বাবার জায়গাতে ছেলেকে দেখতে চান এলাকাবাসি। তবে, রাজনীতি ছাড়াও মানুষের পাশে থাকতে চান আশিক মাহমুদ মিতুল।
রাজবাড়ী ২ আসনের তিন উপজেলা, পাংশা, কালুখালী ও বালিয়াকান্দির উন্নয়নের রূপকার সংসদ সদস্য এমপি জিল্লুল হাকিম। রাজনীতির বেতর ও বাহির সব জায়গাতেই নিজেকে নিয়োজিত রাখেন মানব সেবায়। যা দেখে অনুপ্রানিত পরিবারের সদস্যরা। বাবার আদর্শের অনুসরণ আর সামাজিক দায়িত্ব থেকে করোনাকালে ছেলে আশিক মাহমুদ মিতুলের এই প্রয়াস। ত্রান ও চিকিৎসা সেবা দিয়ে।
দুর্যোগ ছাড়াও যে কোন সমস্যায় সাধারণ মানুষের পাশে দাড়ায় জিল্লুল হাকিমের ছেলে। তাই ভবিষ্যতে বাবার জায়গায় ছেলেকে এমপি হিসেবে দেখতে চান এলাকাবাসি।এলাকাবাসির এ চাওয়ার বিষয়ে ভবিষতে তেমন কোন চিন্তা না থাকলেও, নিজ জায়গা থেকে সাধারণ মানুষের সেবা করতে চান সব সময়। একই সাথে জিল্লুর হাকিমের প্রতি সাধারণ মানুষের যে আস্থা ছেলে হিসেবে সেটি ধরে রাখতে চান মিতুল।