উপনির্বাচনে মনোয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৮ সেপ্টেম্বর
- আপডেট সময় : ০৭:১৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
পাবনা-৪ আসনের উপনির্বাচন হবে ২৬ সেপ্টেম্বর। ঢাকা-৫ ও নওগাঁ-৬ শূন্য আসনে উপনির্বাচন ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। পাবনা-৪ আসনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ২ সেপ্টেম্বর। মনোয়নপত্র যাচাই-বাছাই ৩ সেপ্টেম্বর, প্রত্যাহারের শেষ দিন ৮ সেপ্টেম্বর।
বিকেলে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলে এ কথা জানানো হয়েছে। তবে ঢাকা-৫ ও নওগাঁ-৬ শূন্য আসনের তফসিল পরে ঘোষণা করা হবে। বিকাল ৩টায় নির্বাচন কমিশনের ৬৮তম বৈঠক শুরু হয়। বৈঠক শেষে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর। সচিব বলেন, পাবনা-৪ আসনে ব্যালটে নির্বাচন হবে। তিনি জানান, ঢাকা-১৮ আসনে নির্ধারিত মেয়াদের পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রজ্ঞাপন জারির ব্যবস্থা করা হবে। সিরাজগঞ্জ-১ আসনের নির্বাচন নির্ধারিত মেয়াদের পরবর্তী ৯০ দিনের মধ্যে অনুষ্ঠানের জন্য যথা সময়ে তফসিল ঘোষণা করা হবে।