শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি :প্রাথমিক ও গণশিক্ষা সচিব
- আপডেট সময় : ০৯:০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০
- / ১৫২২ বার পড়া হয়েছে
সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম-আল হোসেন। তিনি বলেন, করোনার কারণে এ বছর পিইসি বা প্রাথমিক সমাপনী পরীক্ষা না নেয়ার প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠানো হয়েছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
এখনো করোনা পরীক্ষা বিবেচনায় দেশে ২০-২২ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত। তাই এই পরিস্থিতিতে স্কুল খুলবে কিনা, আর পরীক্ষা হবে কিনা এনিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। কি হতে যাচ্ছে এমন প্রশ্নের উত্তরে প্রাথমিক ও গণশিক্ষা সচিব সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন।
তিনি বলেন স্কুল খুললে অভিভাবকরা চলে আসবে। তাদের ঝুঁকির মধ্যে ফেলা যবে না।
এ সময় তিনি বলেন, করোনার কারণে এ বছর পিইসি বা প্রাথমিক সমাপনী পরীক্ষা না নেয়ার প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠানো হয়েছে। তিন ধরনের পরিক্ল্পনা নেয়া আছে।
এ বছর পরীক্ষা না নেয়ায় বৃত্তি কার্যক্রমও বন্ধ থাকবে বলে জানান সচিব মো. আকরাম-আল-হোসেন ।