ওসি প্রদীপ, লিয়াকত ও নন্দ দুলালসহ ৭ পুলিশের আরো ৪ দিনের রিমান্ড মঞ্জুর
- আপডেট সময় : ০৪:৫৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০
- / ১৫১৯ বার পড়া হয়েছে
কক্সবাজারে সেনা বাহিনীর অবসর প্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকত ও এস.আই নন্দ দুলালসহ ৭ পুলিশের আরো ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার বেলা সাড়ে ৩টার দিকে আদালত এ আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা রেব-১৫’র সিনিয়র সহকারী পুলিশসুপার খাইরুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এই আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, সিনহা হত্যা মামলার বেশ অগ্রগতি হয়েছে।তবে অধিকতর তদন্তের স্বার্থে আসামীদের আরো জিজ্ঞাবাদ করা দরকার।তাই রিমান্ড শেষে আদালতে তোলা প্রধান তিন আসামী ওসি প্রদীপ, লিয়াকত ও নন্দলাল এবং ইতো মধ্যে রিমান্ড সম্পন্ন হওয়া অপরচার পুলিশ সদস্য এএসআই লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন ও কনস্টেবল আবদুল্লাহ আল মামুনের আরো সাতদিন করে রিমান্ড আবেদন করা হয়।কিন্তু আদালত সাত দিন নাকচ করে প্রত্যেককে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকত ও এস.আই নন্দ দুলালকে কক্সবাজার সদরহাসপাতালে নিয়ে যাওয়া হয়।