করোনা ভাইরাস শনাক্তে অ্যান্টিজেন টেস্টের অনুমোদন দিয়েছে সরকার
- আপডেট সময় : ০৭:২১:০৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস শনাক্তে অ্যান্টিজেন টেস্টের অনুমোদন দিয়েছে সরকার। তবে অ্যান্টিবডি টেস্ট এ মুহূর্তে অনুমোদন দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে তাইওয়ানের পক্ষ থেকে দেয়া করোনা সুরক্ষা সামগ্রী গ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় মন্ত্রী বলেন, এখনো কোন দেশের ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি দেয়নি বাংলাদেশ।
তাইওয়ানের পক্ষ থেকে দেওয়া করোনা সুরক্ষা সামগ্রী গ্রহণ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রীর আমন্ত্রণে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবগণ।
অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের নানান প্রশ্নের জবাব দেন। বলেন, টেষ্টের ফি কমানো হলেও মানুষ টেস্ট করাতে আসছে না।
এ সময় সরকারি হাসপাতালগুলোতে শিগগিরই অ্যান্টিজেন পদ্ধতিতে করোনার পরীক্ষা হলেও রেপিড কীটের অনুমতি দেয়া হবে না বলেও জানান মন্ত্রী।
অন্যদিকে রাশিয়া বা চায়নার ভ্যাকসিন কোনোটি ট্রায়ালে যাচ্ছে কি না এমন প্রশ্নর জবাবে মন্ত্রী জানান, এখনো অনুমিত মেলেনি।