এইচএসসি, জেএসসি ও পিইসি পরীক্ষার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৭:১০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০
- / ১৫১৯ বার পড়া হয়েছে
এইচএসসি, জেএসসি ও পিইসি পরীক্ষার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এমনটা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
অন্যদিকে করোনা পরিস্থিতির কারণে আটকে থাকা কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস ও মিশকাত -সহ সব পর্যায়ের পরীক্ষা নেয়ার অনুমতি কওমি মাদ্রাসাকে দেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী পরিষদ সচিব । তবে পরীক্ষা নেয়ার অনুমতি দিলেও একাডেমিক অন্যান্য কার্যক্রম চালুর অনুমতি দেয়নি সরকার। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়ালি মন্ত্রিসভার বৈঠক হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয় থেকে মন্ত্রিসভার সদস্য ও মন্ত্রিপরিষদ বিভাগের সচিবসহ অন্যরা বৈঠকে যুক্ত হন।পরি সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে সাংবাদিকদের এ বিষয়ে ব্রীফকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এই তথ্য জানান।