চট্টগ্রামে যমুনা ব্যাংক খাতুনগঞ্জ শাখার সাবেক এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্টকে কারাগারে পাঠিয়েছে আদালত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
৭১ কোটি ৯২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় চট্টগ্রামে যমুনা ব্যাংক খাতুনগঞ্জ শাখার সাবেক এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট মঞ্জুরুল আহসান চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
দুদক জানায়, জনৈক আবু সাঈদ চৌধুরীর মালিকানাধীন মেসার্স সাঈদ ফুড লিমিটেড নামের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানকে ঋণ দেয়ার নামে বিপুল পরিমাণ টাকা আত্মসাত করে মঞ্জুরুল আহসান চৌধুরী। ঘটনাটি জানাজানি হলে অনুসন্ধানে নামে দুদক। পরে অভিযোগের তথ্য প্রমাণ পেলে মামলা করে দুদক। ওই মামলায় সকালে চট্টগ্রামের মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি। আদালত তার জামিন আবেদন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।