এ বছর প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিল
- আপডেট সময় : ০৬:৩৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণের কারণে চলতি বছরের পিইসি ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা হচ্ছে না। তবে বিদ্যালয় খোলা সম্ভব হলে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা হবে। বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এবং জ্যেষ্ঠ সচিব আকরাম-আল হোসেন সাংবাদিকদের এই তথ্য জানান।
করোনার কারণে ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফা ছুটি বাড়িয়ে এখন তা ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে। দীর্ঘ ছুটির কারণে এইচএসসি পরীক্ষাও স্থগিত রয়েছে। কি হতে যাচ্ছে পিইসি ও সমমানের পরীক্ষার এমন জিজ্ঞাসা ছিল সবার।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম-আল-হোসেন সাংবাদিকদের বলেন, পিইসি প্রস্তাবের সার সংক্ষেপ প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানোর পর তাতে পরীক্ষা না নেবার ব্যাপারে সম্মতি পাওয়া যায়।
তবে বিদ্যালয় খোলা সম্ভব হলে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা হবে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।
প্রতিমন্ত্রী জানান, পাঠক্রম অনুযায়ী পঞ্চম শ্রেণির পরীক্ষা নিতে আরো ৫০ কার্যদিবস পাঠদান প্রয়োজন। তবে, তা সম্ভব না হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী।