নারায়ণগঞ্জে কিশোরী দিশামণি অপহরণ মামলার শুনানী হয়েছে হাইকোর্টে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জে কিশোরী দিশামণি অপহরণ মামলার শুনানী হয়েছে হাইকোর্টে।
মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে মামলাটির শুনানি হয়। নারায়ণগঞ্জ শহরের পঞ্চম শ্রেণির ছাত্রী দিশা গত ৪ জুলাই বাড়ি থেকে নিখোঁজ হয়। এক মাস মেয়ের খোঁজ না পেয়ে ৬ আগস্ট অপহরণ মামলা করেন কিশোরীর বাবা জাহাঙ্গীর হোসেন। পরে দিশার মায়ের মোবাইল ফোনের কল লিস্টের সূত্র ধরে রকিব, আবদুল্লাহ ও খলিল নামে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তিন আসামিকে দু’দফা রিমান্ডেও নেয়া হয়। এরপর পুলিশ জানায়, আসামিরা কিশোরীকে ধর্ষণের পর হত্যা করে শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দেয়ার কথা স্বীকার করেছে। কিন্তু, ঘটনার দেড় মাস পর ২৩ আগস্ট বাড়ি ফিরে আসে কিশোরী দিশা মনি।