১৫ আগস্টে ভুয়া জন্মদিন উদযাপনের জন্য খালেদা জিয়াও সমান অপরাধী : তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৭:১১:২৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
হত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয় দেয়া এবং হত্যাকাণ্ডকে উপহাস করাসহ ১৫ আগস্টে ভুয়া জন্মদিন উদযাপনের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও ১৫ আগস্ট হত্যাকাণ্ডের সমান অপরাধী বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
জাতীয় প্রেসক্লাবে শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের অন্যতম প্রধান কুশীলব জিয়াউর রহমান। তার স্ত্রী খালেদা জিয়ার ওপর যথাযথ সম্মান রেখেই বলতে চাই, জিয়াউর রহমান যেমন অপরাধী, তেমনি খালেদা জিয়াও হত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয় দেয়ায় সমান অপরাধী। ফাঁসি হওয়া বঙ্গবন্ধুর খুনীদের গাড়িতে তিনি পতাকা লাগিয়ে দিয়েছেন, মন্ত্রীর মর্যাদা দিয়েছেন। তথ্যমন্ত্রী আরো বলেন, বহু বছর ধরে খালেদা জিয়ার নানা জন্ম তারিখ ছিল। কিন্তু হঠাৎ ১৯৯৫ সাল থেকে তিনি ১৫ আগস্টে জন্মদিন উদযাপন শুরু করলেন। এটা ফৌজদারী অপরাধের সমান।