ক্ষমতায় টিকে থাকতে গুম-খুন করতেও দ্বিধা করছে না সরকার : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৭:১৫:২২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
ক্ষমতায় টিকে থাকতে নিরীহ মানুষকে গুম-খুন করতেও দ্বিধা করে না আওয়ামী সরকার। এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এভাবে জোর করে ক্ষমতায় টিকে থাকার নজির বিশ্বের কোথাও নেই বলেও দাবি তার। মেজর সিনহা হত্যাকান্ড- দুই বাহিনীর বিচ্ছিন্ন ঘটনা- ক্ষমতাসীনদের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব একথা বলেন। আর এদিকে, বিএনপি’র আটক নেতাকর্মীদের মুক্তি না দিলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন দলেন সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এ কথা বলেন দলের নেতারা।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ২০১২ থেকে ২০১৪ সালে “বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম-খুন হওয়া পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দিতে এই অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি।
এতে অংশ নিয়ে গুম ও খুন হওয়া পরিবারের সদস্যরা বলেন স্বজনহারা কষ্টের কথা।
গণতন্ত্র রক্ষার আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদের ত্যাগের বিনিময়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে, আশা মির্জা ফখরুলের।
গুম খুন নিয়ে উদ্বেগ জানিয়ে মির্জা ফখরুল মেজর সিনহা হত্যাকাণ্ড নিয়ে বাহিনীর প্রধানদের মন্তব্যের সমালোচনা করেন।
পরে, নির্যাতিত ও নিপীড়িত পরিবারকে আর্থিক সহায়তা তুলে দেয়া হয়।
সকালে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের গ্রেফতারে প্রতিবাদে মানববন্ধন করে গণতন্ত্র পুনরুদ্ধার ফোরাম। এসময় দলের সিনিয়র যুগ্মসচিব রুহুল কবির রিজভী নেতাকর্মীদের হয়রানী করলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন।