করোনায় দেশে দারিদ্র্য সীমার নিচে নেমে গেছে প্রায় অর্ধেক জনগোষ্ঠী : আইসিডিডিআরবি
- আপডেট সময় : ০৭:৩৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
- / ১৫২০ বার পড়া হয়েছে
করোনায় লকডাউনের সিদ্ধান্ত মানতে গিয়ে দেশে দারিদ্র্য সীমার নিচে নেমে গেছে প্রায় অর্ধেক জনগোষ্ঠী। আইসিডিডিআরবি’র নতুন এক গবেষণায় বলা হয়েছে, দেশের ৪৭ শতাংশ মানুষ এখন এর আওতায় পড়েছে। নিম্ন আয়ের পরিবারগুলোতে অর্থনৈতিক দুরবস্থা, খাদ্য নিরাপত্তাহীনতা বেড়ে গেছে। বেড়েছে নারীদের ওপর পারিবারিক ও মানসিক নির্যাতন।
আইসিডিডিআরবি’র গবেষক দল এবং ওয়াল্টার এলিজা হল ইন্সটিটিউটের যৌথ গবেষণায় এ তথ্য তুলে ধরা হয়েছে। গবেষণার রিপোর্টে বলা হয়েছে, মার্চের শেষ থেকে মে পর্যন্ত প্রায় দুই মাসের লকডাউনে দেশের নিম্ন আর্থ-সামাজিক অবস্থায় থাকা পরিবারগুলোতে অর্থনৈতিক ও মানসিক স্বাস্থ্য ব্যাহত হয়েছে। বেড়ে গেছে স্বামী ও ঘনিষ্ঠ সঙ্গী দ্বারা নারীদের ওপর নির্যাতনের মাত্রা। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ, ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়নে গবেষক দল ২ হাজার ৪২৪ পরিবারের ওপর এই গবেষণা চালায়। গবেষণায় দেখা গেছে, ৯৬ শতাংশ পরিবারের গড় মাসিক উপার্জন হ্রাস পেয়েছে এবং ৯১ শতাংশ নিজেদেরকে অর্থনৈতিকভাবে অস্থিতিশীল মনে করছেন। তবে, ৪৭ শতাংশ পরিবারের আয় আন্তর্জাতিক দারিদ্র্য সীমার নিচে নেমে গেছে। মানসিক স্বাস্থ্যের ওপর লকডাউনের বিশেষ প্রভাব দেখা গেছে।