ইরানের বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা পুনর্বহালে যুক্তরাষ্ট্রের আবেদন খারিজ জাতিসংঘে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
ইরানের বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা পুনর্বহালে যুক্তরাষ্ট্রের আবেদন খারিজ করে দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এতে বড় ধাক্কা খেলো যুক্তরাষ্ট্র।
অন্য দেশগুলো সমর্থন না করায় যুক্তরাষ্ট্রের আবেদন খারিজ করে দেয়া হয়েছে বলে মঙ্গলবার নিরাপত্তা পরিষদের বৈঠকশেষে জানানো হয়। মিত্রদেশগুলোর এমন আচরণে দৃশ্যত ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র। জাতিসংঘ জানায়, জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য কোনো দেশই যুক্তরাষ্ট্রের প্রস্তাব সমর্থন করেনি। এই তিনটি দেশই ২০১৫ সালের চুক্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গী ছিল। পরমাণু সমঝোতার ভিত্তিতে চলতি বছরের অক্টোবর মাসে ইরানের ওপর জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাবে। আগামী অক্টোবর মাস থেকে বিশ্বের যে-কোন দেশের সাথে সমরাস্ত্র বেচাকেনা করতে পারবে তেহরান।