আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম প্রয়াণ দিবস
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম প্রয়াণ দিবস আজ। নানা কর্মসূচিতে স্মরণ করা হচ্ছে জাতীয় কবিকে।
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি নজরুলের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা জানানোর কাতারে সামিল হন আওয়ামী লীগ, বিএনপির প্রথম সারির নেতারা। শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার শপথ নিয়ে কাজ করছে আওয়ামী লীগ। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, বিএনপি নির্যাতনের স্বীকার, তা প্রতিরোধে অনুপ্রেরণা জোগাবে কাজী নজরুলের কর্ম। বাংলা সাহিত্যে কবি কাজী নজরুল ইসলাম ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।