উপ-নির্বাচনে ৫টি আসনেই অংশ নেবে জাতীয় পার্টি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
জাতীয় সংসদের আসন্ন উপ-নির্বাচনে ৫টি আসনেই অংশ নেবে জাতীয় পার্টি। জানিয়েছেন দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
সকালে ঢাকার বনানিতে জাতীয় পার্টি কার্যালয়ে দলের চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরের সভাপতিত্বে কো-চেয়ারম্যানদের সাথে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকশেষে জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু গণমাধ্যমকে বলেন, প্রতিটি উপ-নির্বাচনে জাতীয় পার্টি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ প্রত্যাশা করে। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বাধীনভাবে কাজ করবে বলে আশা করেন তিনি। নির্বাচন কমিশনের অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন আয়োজনে জাতীয় পার্টির পূর্ণ সহায়তা থাকবে। সাধারণ ভোটাররা যেন নির্বাচনে উৎসাহবোধ করে এমন নির্বাচনই জাতীয় পার্টি চায় বলে জানান দলটির মহাসচিব।