নতুন মোড়কে মেয়াদোত্তীর্ণ কসমেটিক্স বিক্রেতা চক্রের ৫ জন আটক
- আপডেট সময় : ০৭:৪৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
অভিনব কায়দায় সৌন্দর্য্য সচেতন মানুষকে ফাঁদে ফেলছে একটি চক্র। বিদেশ থেকে বিভিন্ন প্রসাধনী আমদানি করে বিক্রির করে সেই মুনাফা নিচ্ছেন তারা। আবার ঐ পণ্যের ডালি থেকে অবিক্রিত কসমেটিক্সের মোড়কে নতুন করে স্টিকার দিয়ে বাজারজাতের একটি চক্রের সন্ধান পেয়েছে আইন-শৃংখলা বাহিনী। এদের পাঁচজনকে আটক করে পরে তাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়। সংবাদ সম্মেলনে এই চক্রের তথ্য দেন সিআইডি’র অতিরিক্ত ডিআইজি।
সৌন্দর্যের প্রতি যত্নশীল মানুষের চাহিদা মেটাতে বিভিন্ন দেশ থেকে আসে নামী-দামী ব্রান্ডের প্রসাধনী। আমদানির পর বিভিন্ন প্রতিষ্ঠান তা বিক্রি করে খোলাবাজারে।এসব পণ্যের একটি অবিক্রিত অংশ অবিক্রিত থেকেই যায়। আইনে আছে, মেয়াদোত্তীর্ণ হলে সেই পণ্যগুলো নষ্ট করে ফেলতে হবে। কিন্তু তা না করে নানা অপকৌশলে নতুন স্টিকার দেয়া হয় ঐ পণ্যগুলোতে। এই ধরনের একটি চক্রের ৫ সদস্যকে গ্রেফতারের খবর জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে সিআইডি। তাদের প্রধান কার্যালয়ে অতিরিক্ত ডিআইজি জানান, রাজধানীর বসুন্ধরায় ও সাঈদনগরে অভিযানে আটক হন শংকর মন্ডল, হারুনুর রশিদ, সবুজ আহমদে,মনিরুজ্জামান ও বীরেশ্বর মন্ডল।
উইপ্রো এন্টারপ্রাইজ ও হাঙ্গকেল কোম্পানির প্রসাধনী আমদানির করতো চক্রের প্রধান শংকর মন্ডলের প্রতিষ্ঠান পিএসপি কর্পোরেশন। তাদের কারসাজিতেই পরবর্তীতে মেয়াদোত্তীর্ণ প্রসাধনীকে আবার নতুন মোড়কে বাজারজাতের অভিযোগ রয়েছে।
আসামীদের বিরুদ্ধে ভাটারা থানা মামলা হয়েছে। এসব নকল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় সিআইডির কর্মকর্তা।