রাজধানীর বিভিন্ন বাজারে বেড়ে গেছে চালের দাম
- আপডেট সময় : ০৪:১৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
রাজধানীর বিভিন্ন বাজারে বেড়ে গেছে চালের দাম। ঈদের পর এই দাম বেড়ে যাওয়ার গতি বেশি। মানভেদে চালের বস্তা প্রতি দেড়’শ থেকে আড়াই’শ টাকা পর্যন্ত বেড়েছে। করোনার বাইরে এখন রয়েছে বন্যার প্রাদুর্ভাব। ফলে চাহিদা ও দর বেড়েছে কিছু কিছু চালের।এই সুযোগ কাজে লাগাচ্ছে মিল মালিকদের সিন্ডিকেট, অভিযোগ চাল ব্যাবসায়ীদের।
মহামারি করোনা ভাইরাসের প্রকোপ শুরুর পর থেকেই দেশের বাজারে চালের বাজার কিছুটা অস্থির। গত ৫ মাসের চালের দাম উঠানামা করেছে অন্তত ৮ বার। চাহিদা বাড়লেই বাড়ছে চালের দর। চাহিদা কমলে কমছে দাম। এ সপ্তাহে বাজারে কেজিতে তিন থেকে চার টাকা বেড়ে গেছে মোটা চাল, আঠাশ, মিনিকেট চিকন ও সরু চালের । চাল ব্যবসায়ীরা দুষছেন মিল মালিকদের ।
ব্যবসায়ীদের সিন্ডিকেড ভাঙতে এবং চালের বাজার নিয়ন্ত্রণে সরকারিভাবে চাল আমদানি করা উচিত বলে মনে করছেন ক্রেতারা। করোনা, বন্যা শেষে চালের দর স্বাভাবিক হবে এমনটাই ধারণা করছেন সাধারণ ক্রেতারা।