৯ কেজি ২০০ গ্রাম ওজনের ৫৭টি সোনার বারসহ একজন স্বর্ন পাচারকারীকে আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৬:১৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০
- / ১৫১৯ বার পড়া হয়েছে
বেনাপোলের সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে ৯ কেজি ২০০ গ্রাম ওজনের ৫৭টি সোনার বারসহ বানেছা খাতুন নামের একজন স্বর্ন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদস্যরা।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাদিপুর গ্রামের বানেছা খাতুন নামে একজন স্বর্ন পাচারকারী বিপুল পরিমাণ সোনার একটি চালান ভারতে পাচার করবে। এ খবর পেয়ে বেনাপোল বিজিবি কোম্পানী সদরের একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ৯ কেজি ২০০ গ্রাম ওজনের ৫৭ পিস সোনার বারসহ বানেছাকে খাতুনকে হাতেনাতে আটক করে। যার বাজার মুল্য সাড়ে ৫ কোটি টাকা বলে বিজিবি জানিয়েছেন। আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।