হ্যারিকেন ‘লরা’র আঘাতে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে লুইজিয়ানা ও টেক্সাসের উপকূলীয় অঞ্চল
- আপডেট সময় : ০৩:০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
শক্তিশালী হ্যারিকেন ‘লরা’ আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ হ্যারিকেনের আঘাতে–ধ্বংসস্তুপে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা এবং টেক্সাসের উপকূলীয় অঞ্চল।
এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পানিবন্দী হয়েছে পড়েছেন লাখো মানুষ। ঘণ্টায় ২৪০ কিলোমিটার বেগে ক্যাটাগরি ফোর মাত্রার হ্যারিকেন লরা’র ছোবলের ক্ষতচিহ্ন সর্বত্রই। ক্ষতিগ্রস্ত দুই অঙ্গরাজ্যে ৮ হাজার ঘর-বাড়ি। ধ্বংস্তূপ অপসারণে ন্যাশনাল গার্ডের দেড় হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। বহু বৈদ্যুতিক খুঁটি উপড়ে যাওয়ায়, এখনো বিদ্যুতহীন রয়েছেন কয়েক লাখ বাসিন্দা। একে ভয়াবহ দুর্যোগ আখ্যা দিয়েছেন লুইজিয়ানা ও টেক্সাসের গভর্নররা। ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে অনেকটা সময় লাগবে বলে জানিয়েছেন। তবে বিভিন্ন জায়গায় ত্রাণ সরবরাহ করা হচ্ছে। শনিবার ২৯ আগস্ট ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে যাচ্ছেন