দেশের উন্নয়নে কৃষিকে সবচেয়ে বেশী গুরুত্ব দিতে হবে
- আপডেট সময় : ০৬:৩৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
দেশের উন্নয়নে কৃষিকে সবচেয়ে বেশী গুরুত্ব দিতে হবে– বঙ্গবন্ধুর এই দর্শনকে সামনে রেখে বর্তমান সরকার অর্জন করেছে বহুমুখী সাফল্য। এই মূল্যায়ন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের। আর সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের মতে, বঙ্গবন্ধু সরকারের ৩ বছর ৭ মাসের নিরলস প্রচেষ্টাই আজকের বাংলাদেশের উন্নয়নের মূল ভিত্তি। তবে অধ্যাপক মুনতাসির মামুনের মতে, কৃষকসহ সাধারণ মানুষের ক্ষমতায়ন চেয়েছিলেন বলেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। রাষ্ট্র ব্যবস্থায় জাতির পিতার সেই দর্শন প্রতিষ্ঠার মাধ্যমেই তাঁকে সত্যিকার শ্রদ্ধা জানানো সম্ভব বলেও মত দেন এই ইতিহাসবিদ।
১৯৭৫ সালের ২৬ মার্চ। সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় দুর্নীতিবাজদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণের পাশাপাশি কৃষকদের দ্বিগুন ফসল উৎপাদনে উৎসাহিত করেছিলেন বঙ্গবন্ধু।
বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় ইতিহাসবিদের কথায় উঠে আসে, কৃষক শ্রমিকসহ খেটে খাওয়া মানুষকে নিয়ে বঙ্গবন্ধুর সেই ভাবনার কথা।
এসময় কৃষিমন্ত্রী জানান, বঙ্গবন্ধুর রেখে যাওয়া দৃষ্টান্ত অনুসরণ করেই কৃষিখাতের উন্নয়নে কাজ করছে সরকার।
বঙ্গবন্ধু সরকারে কর্ম তৎপড়তাই আজকের বাংলাদেশের মূল ভিত্তি বলে মত দেন সাবেক বানিজ্য মন্ত্রী।
সমুদ্রের গভীরতা পরিমাপ করা যায়, কিন্তু বাঙালী জাতির প্রতি বঙ্গবন্ধুর ভালবাসা গভীরতা পরিমাপ করা যায়না বলেও মত দেন জাতির পিতার একসময়ের বিশ্বস্ত এই সহচর।