হঠাৎ করেই দিনাজপুরে বাড়তে শুরু করেছে মোটা চালের দাম
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৮:১৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
হঠাৎ করেই দিনাজপুরে বাড়তে শুরু করেছে মোটা চালের দাম। বস্তা প্রতি দাম বেড়েছে দু’শ থেকে তিন’শ টাকা পর্যন্ত। এতে বেকায়দায় পড়েছে নিম্ন আয়ের মানুষ।পাইকারি বিক্রেতারা বলছে, মিলারদের কারসাজিতে বাড়ছে মোটা চালের দাম। প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছে ভোক্তারা।
জেলার বিভিন্ন চালকল ও আড়ৎগুলোতে সারি সারি চালের বস্তা। কিন্তু কমতি নেই দামে। গত দু’দিন ধরে লাগামহীনভাবে মোটা চালের দাম বেড়েছে। এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ।
আড়ৎদারদের অভিযোগ, মিল মালিকদের কারসাজিতে চালের দাম বেড়েছে। জেলায় পর্যাপ্ত চালের মজুত আছে। এ সময় দাম বাড়ার কোনো কারণ নেই। দাম নিয়ন্ত্রণ ও সিন্ডিকেট ভেঙ্গে দেয়ার আহবান জানান, ক্যাবের এই নেতা। অস্থির চালের বাজার নিয়ন্ত্রনে প্রশাসনের কঠোর নজরদারির বিকল্প নেই বলে মনে করে, সচেতন মহল।