চট্টগ্রাম, খুলনা ও কুমিল্লায় সীমিত পরিসরে পালিত হয়েছে পবিত্র আশুরা
- আপডেট সময় : ০৬:৪৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
চট্টগ্রাম, খুলনা ও কুমিল্লায় সীমিত পরিসরে পালিত হয়েছে পবিত্র আশুরা পালিত হয়েছে।
দুপুরে চট্টগ্রাম নগরীর সদরঘাট হোসাইনীয়া ঈমান বারগাহতে শুরু হয় পবিত্র আশুরার আনুষ্ঠানিকতা। করোনার কারনে স্বাস্থ্য বিধি মেনেই সকাল থেকে শিয়া সম্প্রদায়ের মুসলমানরা জমায়েত হয় ঈমাম বারগাহতে। এরপর শোক মজলিশের মধ্য দিয়ে শুরু আশুরার আনুষ্ঠানিকতা।একে একে শোক গাঁথা ও শোক মাতমসহ বিভিন্ন অনুশাসন পালন করে তারা। তাজিয়া মিছিল না হওয়ায় কিছুটা মলিনভাবে পালিত হলেও আগামীতে বড় পরিসরে পালনের প্রত্যাশা করেছেন এখানকার শিয়া সম্প্রদায়ের লোকজন। সদরঘাট ছাড়াও নগরীর হালিশহর ও পাহাড়তলীর ওয়ারলেসে ঘরোয়াভাবে পালিত হয় আশুরা।
খুলনায় আলতাপোল লেনের ইমাম বাড়ি তাজিয়া সমাবেশের আয়োজন করা হয়।১০ দিন ব্যাপী শোক আলোচনায় প্রধান বক্তা ছিলেন ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলিল রাজাভী।শোক সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলিল রাজাভী।
কুমিল্লার চান্দিনায় ১০ মুহাররম আশুরা ও শুহাদা-এ-কারবালা শীর্ষক আলোচনা সভা ও মিলাদ মাহ্ফিল করেছে বাংলাদেশ রেজভীয়া এ তা’লিমুস্ সুন্নাহ্ বোর্ড ফাউন্ডেশন চান্দিনা উপজেলা শাখা।