বিএনপি দলটাই হত্যা ও গুমের রাজনীতির ওপরই প্রতিষ্ঠিত : তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২০:১২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
বিএনপি দলটাই হত্যা ও গুমের রাজনীতির ওপরই প্রতিষ্ঠিত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, জিয়াউর রহমান নিজে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। হত্যার মাধ্যমেই জিয়াউর রহমানের উত্থান এবং হত্যার মাধ্যমেই জিয়াউর রহমান ক্ষমতায় টিকেছিল। ক্ষমতায় আসার পর ২০০২ সালে অপারেশন ক্লিনহার্ট পরিচালনা করেছিলো বেগম খালেদা জিয়া। তথ্যমন্ত্রী আরো বলেন, ১৯৭৯ সালে পার্লামেন্টে জিয়া- বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার না করার জন্য ইনডেমনিটি অধ্যাদেশকে আইনে পরিণত করেছিল। একই কাজ খালেদা জিয়াও করেছিল ২০০২ সালে। আসন্ন জাতীয় সংসদ উপ-নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্তে বিএনপিকে ধন্যবাদ জানান তথ্যমন্ত্রী। তবে নির্বাচনে অংশগ্রহণের নামে তারা অরাজকতা সৃষ্টি করবে কিনা, সে বিষয়ে সংশয় প্রকাশ করেন তিনি।