আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:২৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা হয়েছে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন- গণভবনে অনুষ্ঠিত এই সভায় জাতীয় সংসদের ৫টি শূন্য আসনে উপ-নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।
বিকেলে আওয়ামী লীগ সভাপতি এবং সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। সভায় প্রধানমন্ত্রী দলের মনোনয়ন বোর্ডের সদস্যদের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে পাবনা-৪ আসনে মোহাম্মদ নুরুজ্জামান বিশ্বাসকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়। বাকী আসনগুলোর বিষয়ে সিদ্ধান্ত দেয়ার জন্য দলীয় সভানেত্রীকে সভার পক্ষ থেকে দায়িত্ব দেয়া হয়। পরবর্তী সময়ে সভানেত্রী সিদ্ধান্ত দেয়ার পর তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। জাতীয় সংসদের পাঁচ শূন্য সংসদীয় আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ও জমার কার্যক্রম চলে ১৭ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত। মোট ১৪১ জন প্রার্থী দলীয় ফরম সংগ্রহ ও জমা দেন।