ট্রাম্পের সমর্থকদের সঙ্গে বর্ণবাদ-বিরোধী কর্মীদের ভয়াবহ সংঘর্ষ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড শহরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের সঙ্গে বর্ণবাদ-বিরোধী ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের কর্মীদের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি নিহত হয়।
পোর্টল্যান্ড পুলিশ জানিয়েছে, গুলির শব্দ শুনতে পেয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে হাজির হন। সেখানে বুকে গুলিবিদ্ধ একজনকে পাওয়া গেছে। নিহতের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। এছাড়া গুলির ঘটনাটি বিক্ষোভের সাথে জড়িত কিনা তাও নিশ্চিত করে জানায়নি আইন-শৃঙ্খলা বাহিনী। গত ২৫ মে শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড নিহতের পর পুলিশী নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে শহরটি। জুলাই মাসে পোর্টল্যান্ডে সেনাবাহিনী পাঠান ট্রাম্প। সহিংসতা বন্ধের জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানানো হয়।