মৌসুম চললেও এখন পর্যন্ত লাভের মুখ দেখেনি পিরোজপুরের পেয়ারা চাষীরা
- আপডেট সময় : ০২:০০:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
মৌসুম চললেও, এখন পর্যন্ত লাভের মুখ দেখেনি পিরোজপুরের পেয়ারা চাষীরা। এ বছর দেরিতে উৎপাদন হওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। তাছাড়া, করোনার কারণে পর্যাপ্ত ক্রেতা না পাওয়ায় ক্ষতির আশংকা করছেন চাষীরা।
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার আটঘর কুরিয়ানাসহ বিভিন্ন ভাসমান বাজারে প্রতিবছর মৌসুমে পেয়ারা বিক্রি করে চাষীরা। দেশের বিভিন্ন এলাকা থেকে কিনতে আসে ব্যবসায়ীরা। তবে, মৌসুমের শুরুতে বাজার পরিস্থিতি হতাশাজনক। লাভের মুখ দেখেনি এখনো চাষীরা।
ভরা মৌসুম চললেও চাহিদামতো ক্রেতা পাচ্ছেনা চাষীরা। তারা জানান, একাধিক প্রাকৃতিক দুর্যোগের কারনে ফলনে দেরি হয়েছে। করোনার কারণে এ বছর ক্রেতা সংকটেরও আশংকা করছে তারা। পেয়ারা বাণিজ্যে এবার বড় ধরণের ক্ষতির আশংঙ্কা করছে, স্থানীয় ব্যবসায়ীরাও। পেয়ারার দাম কম থাকায়, চাষীরা বাগানে কীটনাশক ব্যবহারে অতিরিক্ত টাকা খরচ করতে চায় না বলে জানান, এই কর্মকর্তা। এ বছর স্বরূপকাঠি উপজেলায় ৬৫৭ হেক্টর জমিতে পেয়ারার আবাদ হয়েছে।