ভিন্নমত উপেক্ষা করে রাজনৈতিক দলের নিবন্ধনে নতুন আইনের খসড়ার অনুমোদন দিয়েছে ইসি
- আপডেট সময় : ০১:৫২:২২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
ভিন্নমত উপেক্ষা করে রাজনৈতিক দলের নিবন্ধনে, নতুন আইনের খসড়ার অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। যেখানে কঠিন হচ্ছে রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া এবং থাকছে না অযোগ্য প্রার্থীর প্রার্থিতা বাতিলের ক্ষমতা। তবে ইসির এই উদ্যোগকে আত্মঘাতি বলে মন্তব্য করে তা সংশোধন করা প্রয়োজন বলে মনে করেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। আর বিএনপির যুগ্ম মহাসচিব বলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের মতে ইসি-র এই উদ্যোগ বাতিল করে সরকারের প্রমাণ করা উচিত স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ইসিকে দুর্বল করার এই কাজে তারা জড়িত নয়।
গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। আর যেই প্রতিষ্ঠান কঠিন এই কাজটি দক্ষতার সঙ্গে সম্পন্ন করে নির্বাচন কমিশন। এর মাঝে চলছে শূন্য হওয়া ৫টি আসনে উপনির্বাচনের তোড়জোড়। এমন বাস্তবতায় কমিশনের ৬৩তম সভায় সংশোধিত গণপ্রতিনিধিত্ব আইন ২০২০ এর খসড়া অনুমোদন করা হয়। যেখানে বিদম্যান আইনের ৯১-র ১ ও ২ ধারা সংশোধন করে অযোগ্য প্রার্থীদের প্রার্থিতা বাতিল ক্ষমতা রহিত করার পাশাপাশি রাজনৈতিক দলের নিবন্ধনের ৩টির মধ্যে দুটি শর্তকে বাধ্যতামূলক করা হয়।
এই উদ্যোগ ইসির প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে দুর্বল করবে এবং আইনি জটিলতা বাড়াবে বলে মন্তব্য করেন আইন বিশেষজ্ঞরা।শক্তিশালী নির্বাচন কমিশন প্রতিষ্ঠার স্বার্থে অনুমোদিত খসড়ার পুনর্মূল্যায়ন প্রয়োজন বলেও মত দেন তারা। বিরোধী দলগুলোর পাশাপাশি একজন নির্বাচন কমিশনারের বিরোধিতার মাঝে ইসির এই খসড়া অনুমোদনকে অদূরদর্শী সিদ্ধান্ত বলেও মনে করেন আইন বিশেষজ্ঞরা।