১৫ আগস্ট হত্যাকান্ডে জিয়াউর রহমানের সম্পৃক্ততা ছিলো : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:১৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৫ আগস্ট হত্যাকান্ডে জিয়াউর রহমানের সম্পৃক্ততা ছিলো- এটা বিদেশে বঙ্গবন্ধুর খুনীদের বক্তব্যেই প্রমান হয়। বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়াল বক্তব্যে এ কথা বলেন তিনি। গুম-খুনের রাজনীতি প্রথম জিয়াউর রহমান শুরু করেছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, একই চরিত্র ছিলো খালেদা জিয়ার মধ্যেও। এছাড়া বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানতে তাঁর লেখা অসমাপ্ত আত্মজীবনীসহ সংশ্লিষ্ট বইপত্র পড়তে ছাত্রলীগকে পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউতে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিদেশে বঙ্গবন্ধুর খুনিদের দেয়া বক্তব্যে এ হত্যাকান্ডে জিয়াউর রহমানের সম্পৃক্ততা প্রমান হয়।
এ সময় তিনি অভিযোগ করে বলেন, জিয়াউর রহমানই প্রথম গুম-খুনের রাজনীতি শুরু করেছিলো।
বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে ছয় দফাসহ বিভিন্ন সময়ে বঙ্গমাতার ভুমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সব আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে থেকে কাজ করেছেন তিনি।
এছাড়া অসমাপ্ত আত্মজিবনীসহ বঙ্গবন্ধুল লেখে বইগুলো পড়তে ছাত্রলীগকে পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।