মিটার নিষ্ক্রিয়করণ, মামলা ও পুলিশের ভয় দেখিয়ে গ্রাহকের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ
- আপডেট সময় : ০২:২৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
বিদ্যুতের মিটার নিষ্ক্রিয়করণ, মামলা ও পুলিশের ভয় দেখিয়ে গ্রাহকের কাছ থেকে টাকা আদায়সহ বিভিন্ন হয়রানির অভিযোগ উঠেছে চাঁদপুর বিদ্যুৎ ক্রয়-বিক্রয় ও বিতরণ বিভাগের কর্মকর্তা উপ-সহকারি প্রকৌশলী সাইফুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, বিদ্যুতের মিটারের ট্যারিফ সংক্রান্ত ঝামেলা রয়েছে উল্লেখ করে সাধারণ গ্রাহকদের টাকা দিতে বাধ্য করেন তিনি।
সম্প্রতি বিদ্যুতের ভূতুড়ে বিল নিয়ে গ্রাহক হয়রানির রেশ না কাটতেই, নতুন পন্থায় অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে চাঁদপুরের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগের কর্মকর্তার বিরুদ্ধে। চাঁদপুর শহরের ফার্নিচার ও ভ্যান সার্ভিস ব্যবসায়ী খোরশেদ জানান, গেল ৬ মাস আগে বিদ্যুতের উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম বিদ্যুতের মিটারের ট্যারিফ সংক্রান্ত জটিলতা রয়েছে উল্লেখ করে সংযোগ বিচ্ছিন্ন করার ভয় দেখিয়ে তার কাছে দেড় লক্ষ দাবি করে।
দাবিকৃত টাকা না দিলে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্নসহ মামলা ও পুলিশের ভয়ও দেখান বিদ্যুত কর্মকর্তা সাইফুল ইসলাম। এছাড়া তার বিরুদ্ধে কয়েক মাস আগে একইভাবে অর্থ আদায়ের অভিযোগ করেন আরেক ব্যবসায়ী নূর মোহাম্মদ। এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে অর্থ আদায়ের বিষয়টি অস্বীকার করেন বিদ্যুতের কর্মকর্তা সাইফুল।
এদিকে, তাদের মিটারগুলো শুরু থেকেই বানিজ্যিক ট্যারিফে রয়েছে বলে জানিয়েছেন চাঁদপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী এস.এম ইকবাল। তবে ঝামেলা এড়াতে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। তবে, ব্যক্তিগতভাবে সাইফুল ইসলামকে এ ব্যপারে সতর্ক করা কবে বলে জানিয়ে প্রতিবেদককে নিউজ না করার অনুরোধ জানান তিনি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অবৈধভাবে অর্থ আদায়কারীর শাস্তিসহ ও বিদ্যুতের গ্রাহক হয়রানি বন্ধের দাবী ভুক্তভোগীদের।