প্রণব মুখার্জির মৃত্যুতে কাল বাংলাদেশে রাষ্ট্রীয় শোক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে ২ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।
এদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। গুরুতর অসুস্থ হয়ে গভীর কোমায় থাকা প্রণব মুখার্জির মৃত্যু হয় সোমবার। করোনা ভাইরাস পজিটিভ ছিল তার। মস্তিষ্কে সার্জারির একদিন পর তার মৃত্যু হয়। ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন প্রণব মুখার্জি। তিনি ভারতের ১৩তম রাষ্ট্রপতি। তার বয়স হয়েছিলো ৮৪ বছর।