চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত চারজন
- আপডেট সময় : ০৬:৪৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে চারজন। সিরাজগঞ্জের সয়দাবাদে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি, নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা, মাদারীপুরে কলেজ ছাত্র ও বগুড়ায় ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে।
গতরাতে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকায় রেললাইন পার হবার সময় অজ্ঞাত এক ব্যক্তি দ্রুতগামী ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় হাজেরা আক্তার নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। স্থানীয়রা জানায়, সকালে হাজেরা আক্তার বাড়ীর সামনে রেল লাইনের পাশে হাটার সময় পিছন থেকে আসা ঢাকাগামী আন্ত:নগর হাওর এক্সপ্রেসের ধাক্কায় নিচে পড়ে মারা যান।
মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে সাদভি নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার রাতে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বগুড়ার দ্বিতীয় বাইপাস মহাসড়কের নিশ্চিন্তপুরে লং ভেহিকেল ট্রাক খাদে পড়ে এক হেলপার নিহত হয়েছে। দুপুরে ঠাকুরগাঁও থেকে বাঁশ বোঝাই একটি লং ভেহিকেল ট্রাক ঢাকা আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় চালক পালিয়ে গেলেও হেলপার ভেতরে আটকা পড়ে নিহত হয়।