ইউএনও ওয়াহিদার ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন
- আপডেট সময় : ০৭:৫০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
গুরুতর আহত ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার কারণ এখনো জানা যায়নি। তার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করতে হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন রংপুরের বিভাগীয় কমিশনার।
দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারী বাসভবনে বুধবার রাত তিনটার দিকে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার উপর হামলা চালায় অজ্ঞাত দুর্বৃত্তরা। সকালে স্থানীয়রা জানতে পেরে আইন-শৃঙ্খলা বাহিনীকে খবর দিলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাদের। অবস্থা গুরুতর হওয়ায় পরে রংপুরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে নেয়া হয় ইউএনও ওয়াহিদাকে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান জানান, তার মাথার বাম পাশে গুরুতর আঘাত রয়েছে। মাথার খুলি দেবে যাওয়ায় তার ডান হাত ও পা অবশ হয়ে গেছে। এছাড়াও মাথার পানি গহ্বরে রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থা আশংকাজনক।
ইউএনওর উপর হামলার ঘটনা উদঘাটনে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করার কথা জানান বিভাগীয় কমিশনার।
ইউএনও ওয়াহিদা খানমের বাবা ওমর শেখকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ওয়াহিদার স্বামী মেজবাহুল হোসেন পীরগঞ্জের ইউএনও। তাদের তিন বছরের একটি ছেলে রয়েছে।