ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার প্রধান আসামি আসাদুল হক গ্রেফতার
- আপডেট সময় : ০১:১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
ওয়াহিদা খানমের ওপর হামলা মামলার প্রধান আসামি আসাদুল হককে সকালে গ্রেফতার করেছে রেব ও পুলিশের যৌথ দল। ঘটনায় জড়িত সন্দেহে জাহাঙ্গীর নামের আরো একজনকে আটক করা হয়েছে। তাদের রংপুরের রেব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। পরে ইউএনও’র বাসার নৈশপ্রহরীসহ আরো দুইজনকে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরও একজনকে আটক করেছে তারা।
আসাদুলকে হাকিমপুর থানাধীন হিলির কালিগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়। এদিকে, ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম জাহাঙ্গীরের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তারা দু’জন ইউএনওর বাসায় ঢোকেন। সিসিটিভিতে তাদেরই দেখা গেছে।মামলাটি করেন আক্রান্ত ইউএনও’র ভাই মোহাম্মদ শেখ ফরিদ উদ্দিন। এজাহারে অজ্ঞাত ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে। বুধবার গভীর রাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে ভেনটিলেটর ভেঙে প্রবেশ করে তার ও তার বাবার ওপর হামলা করে দুর্বৃত্তরা।