আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে বিমান চলাচলে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি
- আপডেট সময় : ০৭:৫০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে বিমান চলাচলে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ- বাহরাইন।
এক বিবৃতিতে বাহরাইনের পক্ষ থেকে জানানো হয়েছে, আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে সব বিমানের ফ্লাইট তাদের আকাশপথ ব্যবহার করে যাওয়া-আসা করতে পারবে। এর আগে ইসরায়েলের বিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ- সৌদি আরব। ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে গত সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে বিমান চলাচল শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার সৌদি আরবে পৌঁছে দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের পর সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েলে বিমান চলাচলে নিজেদের আকাশপথ ব্যবহারের অনুমতি দেয় সৌদি আরব। গত ১৩ আগস্ট ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ সম্পর্ক প্রতিষ্ঠার ঘোষণা দেয় আরব আমিরাত। এরপরই বিমান চলাচল শুরু হয়।