চুরি করতে গিয়েই ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার উপর হামলা
- আপডেট সময় : ১০:৫২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৩ বার পড়া হয়েছে
চুরি করতে গিয়েই দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার উপর হামলা হয়েছে বলে আসামীদের স্বীকারোক্তির কথা জানিয়েছে রেব। শুক্রবার সন্ধ্যায় রংপুর রেব-১৩ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেব-১৩’র অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস। ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবলীগ নেতাকর্মীসহ ছয়জনকে আটক করা হলেও জিজ্ঞাসাবাদ শেষে তিনজনকে ছেড়ে দেয়া হয়েছে। আর বাকী তিনজনকে জড়িত থাকায় গ্রেফতার দেখানো হয়েছে।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার উপর হামলার ঘটনায় উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য আসাদুল ইসলাম ও সিংড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি মাসুদ রানাসহ ৬ জনকে গ্রেপ্তারের পর দল থেকে তাদের বহিষ্কার করা হয়। এরপর শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে রেব-১৩।
এ সময় নৃশংস হামলার ঘটনার বিস্তারিত তুলে ধরেন রেব অধিনায়ক। জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদে এ হামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে তিনজন। চুরি করতে গিয়েই এ ঘটনা বলে জানান তিনি।
এ সময় তিনি আরো জানান, ইউএনও ওয়াহিদার উপর হামলার ঘটনায় ৬ জনকে আটক করা হলেও যুবলীগ নেতাসহ তিনজনের সংশ্লিষ্টতা না থাকায় ছেড়ে দেয়া হয়েছে। আর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় যুবলীগ সদস্য আসাদুল হক, রংমিস্ত্রী নবিরুল ও নৈশ প্রহরী সান্টুকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে ইউএনও’র সরকারী বাসায় ঢুকে হাতুড়ী দিয়ে পিটিয়ে ওয়াহিদা খানম ও তার বাবাকে গুরুতর জখম করে সন্ত্রাসী দুর্বৃত্তরা।