মসজিদে বিস্ফোরণের ঘটনায় গত দুদিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২১ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় গত দুদিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে।
এদিকে, দগ্ধ বাকি ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক, জানিয়েছেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটের প্রধান ডা. সামন্ত লাল সেন। প্রতিদিনই বাড়ছে দগ্ধদের মৃত্যুর মিছিল। আর স্বজনদের আহাজারিতে ভারি হচ্ছে বার্ন ইউনিটের এলাকা। স্বজন হারিয়ে দিশেহারা পরিবার পরিজনরা। এদিকে অজ্ঞাতদের নাম তালিকা দিয়ে নারায়ণগঞ্জে মসজিদের দুর্ঘটনার দায়ে মামলা করেছে পুলিশ।