কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল চতুর্থ দিনের মতো বন্ধ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৭:১৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল চতুর্থ দিনের মতো বন্ধ রয়েছে।
বিআইডব্লিউটিএ’র ড্রেজিং বিভাগ বলছে, ফেরি চলাচলে একটি নতুন চ্যানেল সম্পূর্ণ প্রস্তুত থাকলেও ফেরি চালাতে আগ্রহ প্রকাশ করছে না কর্তৃপক্ষ। এর ফলে কখন ফেরি চালু হবে সে বিষয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অন্যদিকে বিআইডব্লিউটিসি বলছে, এই চ্যানেল দিয়ে ফেরি চলাচলে ৮-৯ ঘণ্টা সময় লাগবে– যা পরিচালনা সম্ভব নয়।ঘাটে অপেক্ষমান ছিল পণ্যবাহী ট্রাকসহ কয়েক শ’ যানবাহন। এর ফলে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ।