নাব্য সংকটে টানা ৫ দিন ধরে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌ-রুটে ফেরী চলাচল বন্ধ
- আপডেট সময় : ০২:১৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
নাব্য সংকটে টানা ৫ দিন ধরে বন্ধ রয়েছে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌ-রুটে ফেরী চলাচল। পারাপারের অপেক্ষায় প্রায় ৪ শত যানবাহন; দুর্ভোগে যাত্রীরা। এদিকে, পাটুরিয়া-দৌলতদিয়ায় সীমিত আকারে চলছে ফেরি।
ভরা বর্ষায়ও শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌ-রুটের পদ্মার সরু চ্যানেলে নাব্য সংকট চরম আকার ধারণ করায় টানা ৫ দিন ধরে বন্ধ রয়েছে ফেরী চলাচল। ফলে এ নৌ রুটের ঘাটগুলোতে প্রতিদিনই পারাপার হতে আসা যানবাহনের সংখ্যা বেড়েই চলছে। ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় ৪ শত যানবাহন। তবে এদের মধ্যে রয়েছে অসংখ্য পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান। এদিকে, পার হতে আসা যানবাহনের চালক ও শ্রমিকরা বেশ কদিন ধরেই ঘাট এলাকায় চরম দুর্ভোগ ও ভোগান্তির স্বীকার হচ্ছে। বিআইডব্লিউটিসির সহ-ব্যবস্থাপক মোহাম্মদ ফয়সাল জানান, এ নৌ-রুটের চ্যানেলে পানির গভীরতা কম থাকায় বহরের ৪টি রোরো ও ৫ টি ঠেলা, কেটাইপ, ছোটসহ সবধরনের ফেরি চলাচল বন্ধ রয়েছে। এদিকে, এ নৌ-রুটে ফেরী চলাচল বন্ধ থাকলেও স্বাভাবিক রয়েছে লঞ্চ ও সি-বোট চলাচল।
পাটুরিয়া- দৌলতদিয়ায় শত শত যানবাহন ফেরি পারা পারের অপেক্ষায় রয়েছে। মুন্সিগঞ্জের শিমুলিয়া- কাঁঠালবাড়ী নৌরুটের ফেরি পারাপার অনিদির্ষ্ট কালের জন্য বন্ধ থাকায় এ নৌরুটে বাড়তি যানবাহনের চাপ পড়েছে। এদিকে পাটুরিয়া- দৌলতদিয়ায় নাব্য সংকটের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, সকাল থেকে ১৭ টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এ নৌরুটে নাব্য সংকটের কারনে ফেরি চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে।