চার বছরে শুধু দুটি পিলার তৈরি হয়েছে নওগাঁর রতনডারি খালে
- আপডেট সময় : ০৭:৩৬:২৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
চার বছরে শুধু দুটি পিলার তৈরি হয়েছে নওগাঁর রতনডারি খালে। সেতুর কিছুই দৃশ্যমান হয়নি এখনও। কর্তৃপক্ষ বলছে, প্রকল্পের সব টাকাই গেছে পিলারে। বরাদ্দ পেলে আবার ও কাজ শুরু হবে। অন্যদিকে, ওই এলাকায় সংযোগ সড়ক ছাড়াই আর একটি সেতু নির্মান নিয়ে চলছে সমালোচনার ঝড়।
নওগাঁর রানীনগর উপজেলার সর্বরামপুরের রতনডারি খালে সেতু নির্মানের কাজ শুরু হয় গত ২০১৬ সালে। কিন্তু, চার বছরে দুটি পিলার ছাড়া আর কিছুই দৃশ্যমান হয়নি। কি কারনে কাজ বন্ধ রয়েছে তা জানেনা, স্থানীয়রা।
২০১৬ সালে ১৮ লাখ টাকা ব্যয়ে সেতু নির্মানের কাজ শুরু হয়। কিন্তু, দুটি পিলার তৈরির পরই কাজ বন্ধ হয়ে যায়। এ নিয়ে চিন্তিত স্থানীয় সরকার অধিদপ্তরও।
উপজেলা চেয়ারম্যান বলেন, বরাদ্দের টাকা অনুযায়ী কাজ হয়েছে। শিগশিরই নতুন পদক্ষেপ নেওয়া হবে।
অন্যদিকে, একই উপজেলার সিম্বা গ্রামে খালের উপড় সংযোগ সড়ক ছাড়াই নির্মাণ করা সেতুটি কোনো কাজেই আসছে না। এ নিয়ে ক্ষোভ জানিয়েছে, স্থানীয়রা।
সেতু দুটির কারণে ভোগান্তিতে আছে দুই ইউনিয়নের ২০ গ্রামের মানুষ।